মানবকল্যাণে অনন্য রণদা প্রসাদের কুমুদিনী হাসপাতাল

মানবকল্যাণে অনন্য রণদা প্রসাদের কুমুদিনী হাসপাতাল

ডেস্ক নিউজ।।

উপমহাদেশের প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার অনন্য কীর্তি আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত টাঙ্গাইলের মির্জাপুরের দাতব্য চিকিৎসালয় ‘কুমুদিনী হাসপাতাল’।

যুগের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী চিকিৎসা পদ্ধতি আর আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে সমাজের অসহায় ও গরীবদের স্বাস্থ্যসেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ৮১ বছরের পুরোনো এই হাসপাতাল।

ঢাকা থেকে ৭০ কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পৌর সদরের দক্ষিণে লৌহজং নদীর তীরে এটি অবস্থিত।

সরজমিনে জানা যায়, রণদা প্রসাদ সাহার মায়ের নাম ছিল কুমুদিনী দেবী। তার বয়স যখন সাত বছর, তখন তার মাতা সন্তান প্রসবকালে ধনুষ্টংকারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

অল্প বয়সে চিকিৎসার অভাবে তিনি তার মাকে হারান। সেই থেকে তার ব্রত, বিনা চিকিৎসায় আর কেউ যেন মারা না যান, সেজন্য তিনি নিজ গ্রামে মায়ের নামে কুমুদনী হাসপাতাল প্রতিষ্ঠা করেন।সূত্র প্রতিদিনের সংবাদ

আরো পড়ুনঃ