মুজিববর্ষ স্মরনিকা প্রকাশ কল্পে ফ্রান্স আওয়ামীলীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

ফ্রান্স সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে স্মরনিকা প্রকাশ সহ বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত গ্রহন কল্পে গত ৬ জানুয়ারী শনিবার বিকালে ফ্রান্স আওয়ামী লীগের কার্যকরী পরিষদের প্রথম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় । ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম , সোহরাব মৃধা , কামরুল হোসেন বকুল , সাহেদ আলী , সৈয়দ ইকবাল হাসেমী , মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম , শুভ্রত ভট্টাচার্য , শাহজাহান রহমান , আকরাম খান , অবনী চন্দ্র দাস গোপাল , আজম খান , ফয়সল আহমেদ বেলাল , যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী এমদাদুল হক স্বপন , অধ্যাপক অপু আলম , ফয়সল উদ্দিন , সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শিলু , খালেদ গোলাম কিবরিয়া , আলী হোসেন , প্রচার সম্পাদক আমিন খান হাজারী , আন্তর্জাতিক সম্পাদক শাহিন আরমান চৌধুরী , মহিলা বিষয়ক সম্পাদক নিগার আফরোজ খান , প্রকাশনা সম্পাদক পারভেজ রশিদ খাঁন , তথ্য ও গভেষনা সম্পাদক তরিকুল ইসলাম , দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল তায়েফ , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন , কৃষি সম্পাদক মাহমুদুল হক , সাংস্কৃতিক বিষয়ক রিপন দেবনাথ , উপ প্রচার সম্পাদক মনসুর আহমেদ , সদস্য , হাসান সিদ্দিক , আশরাফুর রহমান , আবুল হোসেন , রিয়াদ , কাইউম রহমান , কামাল পাশা , নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ , সহসভাপতি আমিনুর রহমান ফারুক , সাংগঠনিক আব্দুল মতিন , যুবলীগের মিজানুর রহমান , কামরুল ইসলাম সেলিম , আজাদ উদ্দিন , সাহান সফিক , আলমগীর , জয়নাল আহমেদ মুরাদ , আশরাফুল ইলাম , আব্দুল আহাদ প্রমুখ । সভাপতি ফ্রান্স আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বেনজির আহমেদ সেলিম ও প্রয়াত সাধারন সম্পাদক মহসিন উদ্দিন খান লিটনের নামে শোক প্রস্তাব গ্রহন করা হয় । সভায় সর্বসম্মত ভাবে স্মরনিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্য সম্পাদনের ক্ষমতা সভাপতি ও সাধারন সম্পাদক কে দেওয়া হয় ।

আরো পড়ুনঃ