ম্যাক্স গ্রুপের ৩০টি অক্সিজেন সিলিন্ডার কুমেক হাসপাতালে হস্তান্তর—– এমপি বাহার
নেকবর হোসেন।।
মহামারি করোনা মোকাবেলায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন বাংলাদেশ এবং ম্যাক্স গ্রুপ অক্সিজেন সাপোর্ট সেন্টার এর সহযোগিতায়, ৩০ টি অক্সিজেন সিলিন্ডার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার গণমানুষের নেতা কুমিল্লা-৬ সদর আসনের তিন তিন বারের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ।
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ, অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন।
কুমিল্লা মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ ডা. ইজাজুল হক। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কুমিল্লার সভাপতি প্রকৌশলী আবুল বাশার এবং জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক, মানবিকনেত্রী ডা. তাহসিন বাহার সূচনা।
এসময় মাননীয় সাংসদ সংক্ষিপ্ত বক্তব্যে, করোনা মহামারীকালে ফ্রন্টলাইনারদের আত্মত্যাগ এর ভূয়সী প্রশংসা করেন,আইইবি কুমিল্লাকে অক্সিজেন সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং কুমিল্লাকে করোনা মুক্ত করতে সকল কে একযোগে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।