লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি।
পথিকৃত ডেস্ক।।
আগামীকাল ভোর ৬টা (৫এপ্রিল)থেকে 11 এপ্রিল রাত ১২ টা পর্যন্ত বাড়ির বাহিরে বের হওয়া যাবে না, প্রয়োজন ছাড়া। গণপরিবহন চলাচল বন্ধ থাকবে, পণ্যবাহী গাড়ি চলবে,কাচাঁ বাজার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে,শপিংমল, দোকান পাট বন্ধ থাকবে,তবে অনলাইনে বেচাঁ কেনা করা যাবে,হোটেল রেস্তোরাঁ ও খাবার দোকান খোলা থাকবে,তবে বসে খাওয়া যাবে না,ব্যাংকিং সেবা সীমিত আকারে চলবে।
এ লকডাউন কঠোরভাবে পালন করতে হবে – সংসদে প্রধান মন্ত্রী