লাকসামে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার
নেকবর হোসেন।।
২৩ আগস্ট সোমবার লাকসাম পশ্চিমগাঁও নবাব ফয়জুন্নিছার বাড়ির পিছন একটি পুকুর থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করা হয়৷
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন সাইমন ও আব্দুর রহমান সাইমন নামের স্কুলপড়ুয়া দুই ছাত্র পুকুরে গোসল করতে নামলে তাদের পায়ে গ্রেনেডটি খোঁচা লাগে তখন তারা এটিকে উপরে উঠিয়ে নিয়ে আসে।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে গ্রেনেডটি স্কুল পড়ুয়া ছাত্রদের কাছ থেকে একটু দূরে সরিয়ে রেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেড উদ্ধারকারী নিয়ে যায়৷
ধারণা করা হচ্ছে ৭১ সালে যুদ্ধের সময়কার অব্যবহৃত এই গ্রেনেড পুকুরে পাওয়া গেছে।
এব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, পাসাপাশি পরবর্তি কার্যক্রম চলছে।