সেমি ও ফাইনাল ম্যাচ ইনজুরি নিয়ে খেলেছেন মেসি
স্পোর্টস ডেস্ক।।
আর্জেন্টিনার জার্সি গায়ে কোনো শিরোপা না থাকার কারণে কম সমালোচনার মুখে পড়তে হয়নি লিওনেল মেসিকে। দুবার কোপাতে এবং একবার বিশ্বকাপের ফাইনালে গিয়েও রানারআপ হয়েই ঘরে ফিরতে হয়েছে। অতপর এলো আরো একটি সুযোগ।
সেটা হাসছাড়া করতে রাজি নন দলীয় সুপারস্টার লিওনেল মেসি। লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ফাইনাল ম্যাচে খেলেছেনে ইনজুরি নিয়েই। তবে শুধু ফাইনালই নয়, কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালপর্বের ম্যাচেও ইনজুরি নিয়েই খেলেছেন এই ফুটবল জাদুকর।
ফাইনাল ম্যাচ জেতার পর সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেয়াকালে মেসির ইনজুরির কথা জানিয়েছেন আর্জেন্টিনা
দলের কোচ লিওনেল স্কালোনি। এ বিষয়ে তিনি বলেন, কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়েই পুরো ম্যাচ খেলেছে মেসি।
এসময় এবারের কোপায় নিজেদের পুরো যাত্রা নিয়েও কথা বলেছেন স্কালোনি। তার মূল্যায়ন, এটা খুবই কঠিন কোপা আমেরিকা ছিল। শেষ পর্যন্ত স্বস্তির বিষয় হলো এটি আমরা জিতেছি।
ফাইনাল ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন আর্জেন্টিনা কোচ। যেগুলো কাজে লেগেছে দারুণভাবে।
তবে এর কৃতিত্ব নিতে নারাজ স্কালোনি, আমি বিশ্বাস করি, যেকোনো কোচই এ পরিবর্তনগুলো করতো। ছেলেরা যতবার মাঠে নেমেছে, নিজেদের সেরাটা দিয়েই বের হয়েছে।সূত্র -ভোরের পাতা