স্মার্ট বাংলাদেশ, গ্রাম হবে শহর, ডিজিটাল বাংলাদেশ একে অপরের পরিপূরক – এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি
বিশেষ প্রতিনিধি।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ব্যক্তি স্মার্ট হওয়ার পাশাপাশি সামগ্রিক সব বিষয়ে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং গ্রহন করতে হবে। স্মাট বাংলাদেশ, আমার গ্রাম আমার শহর, ডিজিটাল বাংলাদেশ, উন্নত বাংলাদেশ এগুলোর সাথে সাংঘর্ষিক নয়। একে অপরের পরিপূরক। বৈশ্বিক অবস্থায় বাংলা ভাষার সাথে সাথে ইংরেজিতে পারদর্শী হতে হবে।
তিনি বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে ৫টি সরকারি ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, লাকসাম উপজেলা চেয়ারম্যান মোঃ ইউনুফ ভূইয়া,মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, পৌর মেয়র মোঃ আবুল খায়েরসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।