২৫ অসহায় পরিবারের মাঝে এমপি বাহারের চেক ও ঢেউটিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ২৫ অসহায় পরিবারের মাঝে ৫০ ব্যান্ডিল ঢেউ টিন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেছেন কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সোমবার বেলা দেড়টায় নগরীর মুন্সেফবাড়ি এমপি বাহারের ব্যক্তিগত কার্যলয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের এ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা চেয়ারম্যন এড. মো.আমিনুল ইসলাম টুটুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যলয়ের কর্মকর্তা আবু মুছা সরকার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রত্যেক পরিবার এমপি বাহারের হাত থেকে দুই বান্ডিল করে ঢেউটিনের টোকেন ও ৬ হাজার টাকার চেক গ্রহণ করেন।