আইজিপি কাপ’ পুলিশ কাবাডিতে বান্দরবান চ্যাম্পিয়ন

 

মোঃ সুমন কবির।।

‘আইজিপি কাপ’ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপে বান্দরবান জেলা কাবাডি দল ৩৪-২৮ পয়েন্ট ব্যবধানে রাঙ্গামাটি জেলা কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে রাঙামাটির অধিনায়ক নাঈম উদ্দিন  ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফারুক রোমেন।

এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, এম তানভীর সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সহ কুমিল্লা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লাসহ ১০ দলের অংশ গ্রহনে এই খেলার আয়োজন করা হয়। অংশ গ্রহনকারী দল গুলো হলো, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং চট্টগ্রাম।

আরো পড়ুনঃ