মঈন নাসের খাঁন (রাফে)।
ফেডারেশন কাপ ২০২২-২৩ আসরে গ্রুপ পর্বের ম্যাচে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আজমপুর ফুটবল ক্লাব উত্তরা।
ম্যাচের শুরু থেকেই এফসি উত্তরাকে নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে মোহামেডান। ম্যাচের ৫তম মিনিটে মোজ্জাফরের গোলে এগিয়ে যায় সাদাকালোরা। এর মিনিট চারেক বাদে ম্যাচের ৯তম মিনিটে রজার গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। বিরতিতে যাওয়ার পূর্বে ম্যাচের ৩৯তম মিনিটে ড্যানিয়েল ফেবলেস গোল করলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৯তম মিনিট ও ৬০তম মিনিটে সাজ্জাদ নিজের জোড়া গোল পূর্ন করেন। আর ৫১তম মিনিটে শাহরিয়ার ইমন মোহামেডানের হয়ে একটি গোল করেন। নির্ধারিত সময়ে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।