আলমগীর কবির।
“আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। এই হচ্ছে আমার স্বপ্ন” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এ স্লোগানকে বাস্তবে রূপ দিতে মুজিববর্ষ উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় কুমিল্লা জেলাতেও এই যুগোপযোগী মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই জেলার ১৭টি উপজেলার সর্বশেষ যাচাই-বাছাইকৃত মোট ভূমিহীন-গৃহহীন ৫,৭৫৮) টি পরিবারের মধ্যে ইতোমধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ (১ম ধাপ) পর্যায়ে মোট ৪,৭২৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আগামী ০৯ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শুভ উদ্বোধনের মাধ্যমে এ জেলার ১০টি উপজেলায় ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ৭৪৫ টি গৃহ হস্তান্তরপূর্বক ৭৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হবে। পুনর্বাসিতব্য প্রত্যেক পরিবারকে ০২ শতক জমির মালিকানাসহ বিনামূল্যে নির্মিত ঘরের কবুলিয়ত সম্পাদন, নামজারী খতিয়ান ও হস্তান্তরিত ঘরের সনদপত্র প্রদান করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গত ২২ মার্চ, ২০২৩ খ্রি: কুমিল্লা জেলার ১৭টি উপজেলার মধ্যে চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, চান্দিনা, লালমাই ও ব্রাহ্মণপাড়া এ ০৬টি উপজেলাকে ভূমিহীন- গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে এবং এ পর্যায়ে শুভ উদ্বোধনের মাধ্যমে আরো ০৬টি উপজেলাকে (বরুড়া, হোমনা, মেঘনা, তিতাস, নাঙ্গলকোট ও বুড়িচং) ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এই প্রকল্প বাস্তবায়নে কুমিল্লা জেলার মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যগণের পরামর্শ, নির্দেশনা ও সহায়তায় এবং সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিগণকে সম্পৃক্ত করে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ একক গৃহ নির্মাণ কাজ সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন। আশ্রয়ণ-২ প্রকল্পের অনুশাসনের আলোকে কুমিল্লা জেলার পুলিশ বিভাগ, দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, তথ্য ও যোগাযোগ বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, কৃষি, মৎস, প্রাণীসম্পদ বিভাগ সহ সরকারী অন্যান্য সংশ্লিষ্ট সকল দপ্তর আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ কর্তৃক বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান ও মিটার স্থাপন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কর্তৃক নলকূপ স্থাপন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণ, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।