এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী ও নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনা থানার ১নং শুহিলপুর ইউনিয়ন এর বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহজাহান ভূইয়া ও তার সহযোগীদের চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করছে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, ১নং শুহিলপুর ইউনিয়ন এর বড়ইয়া কৃষ্ণপুর এলাকায় বসে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহজাহান ভূইয়া ও তার সহযোগী ৮নং ওয়ার্ডের আলাউদ্দিন মুন্সী এবং একই ওয়ার্ডের কাজী সবুজ, জাহাঙ্গীর আলম ও বাদশা মিয়ার ছেলে মনির হোসেন সহ বেশ কয়েকজন।

এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৫ই আগষ্টের পর থেকেই কেউ নির্মান কাজ শুরু করলেই তাদেরকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে পেশী শক্তি ব্যবহার করে এবং নির্মান কাজ বন্ধ করে দেওয়া, মারধর করা, এবং মেরে ফেলার হুমকি দেয়ার মতো জঘন্য অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন তারা। এবং তাদের চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করলেই হেনস্তার শিকার হতে হয় প্রতিবাদী ব্যক্তিকে। ১নং শুহিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম তাদের এমন কার্যকলাপের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করলে, বিপরীতে তার বিরুদ্ধেই চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেন এই শাহজাহান গং।

এব্যাপারে বিগত ৭ই এপ্রিল একটি অভিযোগ দায়ের করলেও প্রশাসনের তৎপর কোনো ভূমিকা দেখছেন না বলে জানিয়েছে এলাকাবাসী।

আরো পড়ুনঃ