ওয়াহেদপুর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আবদুল আউয়াল সরকার।

“মাদক একটি সামাজিক ব্যাধি,আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি”
এই স্লোগানকে সামনে রেখে
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর মাঠ ও টুর্ণামেন্ট কমিটির আয়োজনে শ্রী শ্রী সংযোগানন্দ গিরি স্মৃতি সংসদ এর সৌজন্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর ২০২২ খ্রিঃ) বিকেলে ওয়াহেদপুর ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে
সুবিল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম সারওয়ার মুকুল ভূইয়ার সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইস্পিড গ্রুপ,ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইফতেখার আহম্মেদ (মাসুদ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ বশিরুল আলম ভূইয়া,কাজী শাহ আলম,
মোঃ জাহাঙ্গীর আলম সরকার,
মোঃ নূরুল ইসলাম, নানু মিয়া মেম্বার,শ্রী রামানন্দ গিরি,মোঃ কামরুজ্জামান জুয়েল,

কুমিল্লা নাভানা হসপিটাল প্রাঃ লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার, মোঃ এরশাদ মিয়া,হীরা মানিক প্রমুখ।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

এ বিষয়ে ওয়াহেদপুর মাঠ ও টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো ইনশাআল্লাহ।
এবছর উৎসাহ উদ্দীপনায় বিপুল দর্শক এ ফাইনাল খেলা উপভোগ করেন।

ফুটবল টুর্নামেন্টে নারায়ণপুর যুব সংঘ ক্লাব দল ২-০গোলে
কসবা মরাপুকুরপাড় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ফ্রিজ ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি টিভি।

উক্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, মোঃ হারুনুর রশিদ ও ভাষ্যকার রাশেদুল আল আমিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ইফতেখার আহম্মেদ মাসুদ বলেন, মাদক ছেড়ে খেলাধুলায় আহবান করে এ খেলার আয়োজন করায় আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাই। মাদক শুধু একজন ব্যক্তিকেই ধবংস করে না ওই ব্যাক্তি পুরো পরিবার ধ্বংস করে দেয়। এ ধবংসের হাত থেকে রক্ষা পেতে মাদক ছেড়ে ভাল পথে আসতে হবে। তার জন্য দরকার খেলাধুলার। একজন যুবক যতক্ষন খেলাধুলায় মগ্ন থাকবে, ততক্ষন খারাপ কাজ থেকে সে বিরত থাকবে।

আরো পড়ুনঃ