স্পোর্টস ডেস্ক নিউজ।
দুই বছরের ব্যবধানে দুই দেশের দুই কিংবদন্তিকে হারাল বিশ্ব। ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।
গত বছর ২৯ ডিসেম্বর ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজা পেলে।
বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ব্রাজিলের পেলে এবং আর্জেন্টিনার ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি।
গতকাল ফুটবল ওয়েবসাইট ‘ফোর ফোর টু’ সর্বকালের সেরাদের ১০ জনের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় সবার ওপরে আছেন মেসি, যেখানে কাতারে আয়োজিত সর্বশেষ বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।
জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির পরে দ্বিতীয় স্থানে আছেন ম্যারাডোনা। ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তিন নম্বরে আছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল।
চার নম্বরে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলের জার্সিতে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
ফোর ফোর টু’র সর্বকালের সেরাদের তালিকায় আছেন: লিওনেল মেসি (আর্জেন্টিনা), ডিয়াগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), পেলে (ব্রাজিল), জিনেদিন জিদান (ফ্রান্স), ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস), জর্জ বেস্ট (নর্দার্ন আয়ারল্যান্ড), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি) ও রোনাল্ডো (ব্রাজিল)।