আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন দুই শিক্ষককে হাউজ টিউটর হিসেবে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়।
নবনিযুক্ত হাউজ টিউটররা হলেন- ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এবং বাংলা বিভাগের প্রভাষক মো: গোলাম মাহমুদ পাভেল।
উল্লেখ্য, নবনিযুক্ত হাউজ টিউটররা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।