কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আব্দুর রহমান সাঈফ।

কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার, সকালে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে।

সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। সেমিনারে মাল্টিমিডিয়ার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন দিক ও তদারকি অভিযান থেকে উদ্ঘাটিত বিভিন্ন দিক তুলে ধরেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল,সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন অফিসের ডা: আমরিন হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুনঃ