স্টাফ রিপোর্টার।
কুমিল্লায় যমুনা ব্যাংকের ১৬৭ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। চকবাজার এস এম টাওয়ারে বৃহস্পতিবার সকালে এ শাখা উদ্বোধন করা হয়।
যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
এ সময় আরো উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুস ভূঁঞা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরানসহ সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর মহিলা কাউন্সিলর কুমিল্লা মহানগর আওয়ামীলীগ যুবলীগ মহিলা যুবলীগ কৃষকলীগ শ্রমিকলীগ স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং যমুনা ব্যাংক লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।