কুমিল্লায় ট্রাকে করে গাঁজা ও ফেনসিডিল পাচাঁরের সময় ৪ জন আটক।
নেকবর হোসেন।।
কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিলসহ চারজন মাদক পাচারকারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহারকৃত ট্রাকটি জব্দ করেছে র্যাব।
আটককৃত মাদক পাচারকারিরা হলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার জোগিচাপর গ্রামের মৃত. আহাম্মদ হোসেনের ছেলে মোঃ আজগর হোসেন (২৮), নীলফামারী জেলার ডিমলা উপজেলার তাতীপাড়া গ্রামের মোঃ জুলহাস মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া (১৯), বগুড়া জেলার সদর উপজেলার উত্তর চেলুপাড়া গ্রামের মৃত. সহিতুল্লাহর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৭) ও বগুড়া জেলার সদর উপজেলার উত্তর চেলুপাড়া গ্রামের দবির মিয়ার ছেলে মোঃ খলিলুর রহমান (৪৫)।আজ (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে চার জন মাদক ব্যবসায়ীকে ১৮ কেজি গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন