কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১ অনুষ্ঠিত
নেকবর হোসেন।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২১ অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা জেলা প্রশাসক এর আয়োজনে ও কুমিল্লা ক্যান্টনমেন্টের ৪৪ পদাতিক ব্রিগেডের ৩১ বীর এর সার্বিক সহযোগিতায় শনিবার সকাল আটটায় গোমতী নদীর তীরে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঢাকা ম্যারাথন এর কার্যক্রম শুরু হয়ে পাঁচথুবী ইউনিয়ন এর সাহাপুরে গিয়ে শেষ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম-বার, ৩১ বীর এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ,এনএসআই’র যুগ্ম-পরিচালক আলিম উদ্দিন, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আরফানুল হক রিফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
প্রধান অতিথির বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, স্বাধীনতার জন্য অনেকেই চেষ্টা করছেন, কেহই স্বাধীনতা দিতে পারেনি কিন্তু বঙ্গবন্ধু সকলকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন, তার এই ঐকান্তিক প্রচেষ্টার ফলে মাত্র ৯ মাসের যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম।বঙ্গবন্ধুর স্বপ্ন দেখতেন স্বপ্নের সোনার বাংলা নির্মানের।১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এ দেশকে পিছনে ফেলার যে চক্রান্ত ষড়যন্ত্রকারীরা করেছিল। ২০০৯ সালে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের স্বপ্নের উন্নত বাংলাদেশ নির্মাণের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলেন, তারই ফলশ্রুতিতে আজ আমরা উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। তাই আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২১ এর আয়োজন করা হল।তিনি আয়োজক ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।পরে ম্যারাথনে অংশগ্রহণকারীরা, শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স থেকে শুরু হয় সাহাপুরে গিয়ে তাদের দৌড় প্রতিযোগিতা শেষ হয়। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম থেকে শুরু হয়ে ৫০ জনের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ম্যারাথনে প্রথম হয় তরিকুল ইসলাম অন্তর দ্বিতীয় জসীমউদ্দীন তৃতীয় জামাল হোসেন চতুর্থ ইমন ও পঞ্চম শহীদুল্লাহ। সাহাপুরে পুরস্কা র বিতরণী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও বিদায়ী জেলা প্রশাসক আবুল ফজল মীর অনুষ্ঠানের আয়োজক ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।