কুমিল্লা মহানগরীতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও আরোহীদের জরিমানা
নেকবর হোসেন।।
কুমিল্লা মহানগরীতে হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও আরোহীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেটগন।আজ০৮ ফেব্রুয়ারি নগরীর পুলিশ লাইন, সার্কিট হাউজ মোড় এবং কান্দিরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ ও জনি রায় এর নেতৃত্বে।
এ সময় ২৫ টি মামলায় হেলমেট বিহীন মোটর সাইকেল চালক ও আরোহীকে ১০৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ জানান,জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর স্যারের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা শহরকে যানজট মুক্ত করতে এবং মোটরসাইকেলে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ টি মামলায় ১০৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।