কুমিল্লা শিক্ষাবোর্ড ৩৩তম চেয়ারম্যান যোগদান করেন জামাল নাছের,অবসরে গেলেন আবদুস ছালাম

বিশেষ প্রতিনিধি।।

অবসরে গেলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম। একইসাথে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেন প্রফেসর মো.জামাল নাছের।

গত (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রফেসর মো. আবদুস ছালাম ২০১৯ খ্রিষ্টাব্দের ৩০ মে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি কুমিল্লা বোর্ডের সচিব পদে কর্মরত ছিলেন। কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ ছিলেন প্রফেসর মো. আবদুস ছালাম।

প্রফেসর মো. আবদুস ছালাম নতুন কর্মস্থল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় আগামী ২৮ সেপ্টেম্বর যোগদান করবেন। তিনি আগামি ২৯ সেপ্টেম্বর থেকে পিআরএল এ যাবেন ।

২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ৩ টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডে এ সময় নবাগত চেয়ারম্যান তার কক্ষে আসলে প্রথমে লিখিতভাবে সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম দায়িত্ব হস্তান্তর করেন এবং নবাগত চেয়ারম্যান মো.জামাল নাসের দায়িত্ব গ্রহণ করেন।এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম,সচিব প্রফেসর নূর মোহাম্মদ,পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান,কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, উপ-পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ মিয়া,উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ কামরুজ্জামান, উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড.মোঃ সফিকুল ইসলাম, উপ-সচিব (প্রশাসন) একেএম সাহাবউদ্দিন, উপসচিব (একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া, সহকারী কলেজ পরিদর্শক ও কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল খালেকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী নবাগত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় নবাগত চেয়ারম্যান কর্মকর্তা- কর্মচারীদের উদ্দেশ্যে বলেন আমি শুরুতে আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা নির্মাণে বিনির্মানে দৃঢ় প্রত্যয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।তিনি বলেন সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুস ছালাম অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে ২০১৯ সালের ১১ জুন থেকে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। আমি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে আজ দায়িত্ব গ্রহন করলাম। দায়িত্ব পালন কালে এই বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদেও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

মোঃ জামাল নাছের ২০১৫ সালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক হিসাব নিরীক্ষা পদে যোগদান করেন।পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার পদায়ন হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন এর আগ পর্যন্ত তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন।

বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম বলেন আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডে ইতিমধ্যে অনেক সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। আমি শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীগন ও শিক্ষাবোর্ডের অধিনে থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।পরে নবাগত চেয়ারম্যানকে শিক্ষা বোর্ড পরিবারের পক্ষ থেকে একটি সংবর্ধনার আযোজন করা হয়।

আরো পড়ুনঃ