কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

রুবেল মজুমদার।।

কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। জিপিএ-৫-এ ছেলেদের চেয়ে এগিয়ে থাকলেও এবার এ বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

চলতি বছর কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ। গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ৯০ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। ১৪ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। চলতি বছর এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৫৫ জন। মেয়ে পরীক্ষার্থী জিপিএ-৫পেয়েছে ৩ হাজার ৫২৩, ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩২ জন।

গতকাল রবিবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানা যায়।

ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়- চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১ লক্ষ ১০ হাজার ৬৫৫ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৬৩ হাজার ৬৭০ এবং ছেলে পরীক্ষার্থী ৪৬হাজার ৯৮৫ । এর মাঝে পাস করেন মোট ৮৩ হাজার ৩৭০ জন,মেয়ে পরীক্ষার্থী পাশ করে ৪৯হাজার ১৫৩, ছেলে পরীক্ষার্থী পাশ করে ৩৪ হাজার ৬১৬।

উল্লেখ, এর আগে সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেয়া হয়।

আরো পড়ুনঃ