কুসিক নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা, মেয়র প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

 

বিশেষ  প্রতিনিধি।।

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে জীবন্ত প্রাণী নিয়ে প্রচারণা করায় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১ টায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের চর্থা চৌমুহনী এলাকায় মিছিল করা অবস্থায় তাদের জরিমানা করা হয়। জরিমানা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাছরিন সুলতানা এই জরিমানা করেন।

তিনি জানান, নির্বাচনী আচরণবিধি অমান্য করে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা করায় প্রার্থীকে জরিমানা করা হয়েছে। আমরা উনাকে সতর্ক করেছি। সামনে এমন বিধি যেন অমান্য না করে।

আরো পড়ুনঃ