কুসিক নির্বাচন: ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ,একজনের স্থগিত

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে ৬ মেয়র প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া বাকি এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নের শুনানি বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা শিল্প কলা একাডেমিতে মনোনয়ন বাছাই কার্যক্রমের মাঝে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুুরী।

স্থগিত করা প্রার্থীর নাম মাসুদ পারভেজ খান ইমরান।

বৈধ ঘোষণা করা ছয় প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার, ইসলামী আআন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল।

উল্লেখ্য , ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুনঃ