বিশেষ প্রতিনিধি ।।
কুমিল্লায় মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস পালন করেছে জেলা ও মহানগর বিএনপি।
দিবসটি উপলক্ষে বুধবার বিকেল নগরের ঈশ্বরপাঠশালা থেকে গুমের শিকার ব্যক্তিদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মৌন মিছিল বের হয়। মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্য্যালয়ে সামনে মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারি আবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন-কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন।
হাজী জসিম উদ্দিন বলেন, কুমিল্লার লাকসাম বিএনপির সাবেক সভাপতি হিরু লাকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুনসহ অসংখ্য নেতা কর্মীদের ঘুম করা হয়েছে। গুম করা নেতাকর্মীদের অবিলম্বে তাদের স্ত্রী সন্তানদের কাছে ফিরিয়ে দেয়ার আহবান জানান।
এসময় জেলা ও মহানগর বিএনপির সহযোগি অংগসংগঠনের নেতাকর্মী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।