চট্টগ্রাম বিভাগের মৎস্য সম্পদ নিয়ে কর্মশালা ও কুমিল্লা ট্রেনিং সেন্টার এর ভার্চুয়্যালী উদ্বোধন করেন মৎস্য ও প্রনীসম্পদ মন্ত্রী 

বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম বিভাগের মৎস্য সম্পদ নিয়ে কর্মশালা ও কুমিল্লা ট্রেনিং সেন্টার এর ভার্চুয়্যালী উদ্বোধন করেন মৎস্য ও প্রনীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

শনিবার সকাল ১০ টা কুমিল্লা মংস্য অধিদপ্তরের কার্যালয় থেকে ভার্চুয়্যালী যুক্ত হয় কুমিল্লা ও চট্টগ্রাম ডিভিশনের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব ড. নাহিদ রশীদ এর সভাপত্বিতে চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক, কুমিল্লা মৎস্য অধিদপ্তর উপ পরিচালক মোঃ আবদুস ছাত্তার, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা মৎস্য অধিদপ্তর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব দাসসহ অননন্যারা বক্তব্য রাখেন।

পরে কুমিল্লা জেলা মৎস্য অধিদ্পরে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মশালায় মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় জেলাসমূহের জেলা মৎস্য কর্মকর্তাগণ সহ উপজেলা পর্যায়ের সকল সিনিয়র/ উপজেলা মৎস্য কর্মকর্তাএবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুনঃ