চ্যাম্পিয়ন কুমিল্লা ৯৯ রাইডার্স

 

ওমর শারিদ বিধানঃ

দেশব্যাপী এসএসসি ৯৯ব্যাচের টি১০ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচে এনবিএস ডায়নামাইটস-কে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতলো কুমিল্লা ৯৯ রাইডার্স।

 

আজ ১১ ডিসেম্বর চট্টগ্রাম হালিশহর বিজিবি মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এনবিএস ডায়নামাইটস। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৯৫ রান। ৯৬রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে কুমিল্লা ৯৯ রাইডার্স। নির্ধারিত ১০ ওভারের ৩ ওভার বাকি থাকতেই ৯৯/৩ রানে জয় নিশ্চিত করে ৭উইকেটে এনবিএস ডায়নামাইটস কে হারায় কুমিল্লা ৯৯ রাইডার্স।

চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পেয়েছে ৩০ হাজার টাকা। রানারআপ দল পেয়েছে ২০ হাজার টাকা।

ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ পেয়েছে কুমিল্লা ৯৯ রাইডার্সের খেলোয়ার হেলাল।

ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয় কুমিল্লা ৯৯রাইডার্স এর খেলোয়ার শফিকুল ইসলাম।

ম্যান অব দ্যা সিরিজ হয়েছে রানারআপ দলের খেলোয়ার রাজিব।

উল্লেখ্য, সারা বাংলাদেশ ব্যাপী এসএসসি ১৯৯৯ ব্যাচের সকল বন্ধুদের নিয়ে ৭টি বিভাগের মোট ৯টি দল গঠন করে শুরু হয় টি১০ ক্রিকেট টূর্ণামেন্ট।

কুমিল্লা ৯৯রাইডার্স দলের হয়ে খেলছেনঃ
আল মামুন রাসেল(অধিনায়ক) , শফিকুল ইসলাম, মো ঃ জামাল, সোহেল ইসলাম, হেলাল উদ্দিন, ফয়জুল আলম মজুমদার, তাওহীদ মারিয়া, এমরান হোসেন, , শাকিল আহমেদ, মোঃ আরিফুর রহমান, মোঃ সুমন কবির ভূইয়া, রনি,রিপন, ও সৈকত।

কোচের দায়িত্ব হিসেবে আছে নাজমুল হাসান কামাল।

টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে মিজানুর রহমান আকাশ ও রিয়াজ উদ্দিন তুষার।

আরো পড়ুনঃ