তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করবে আ.লীগ

রাজনৈতিক ডেস্ক নিউজ।

নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশব্যাপী বড় ধরনের মিছিল করতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৪ নভেম্বর) দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে মোবাইল এসএমএসে এমন নির্দেশনা দেন।

লিখিত বার্তায় বলা হয়, সম্মানিত নেতৃবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি। ঘোষণা করবেন নির্বাচনের তফসিল। ভোট জানুয়ারির প্রথম সপ্তাহে।

এর আগে সোমবার ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতসহ বিরোধী কিছু রাজনৈতিক দল এখনও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। এছাড়া তফসিল ঘোষণা দিলে নির্বাচন অফিস ঘেরাও করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন। এরই মধ্যে নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করার আভাস দিয়েছে। এর ফলে রাজনৈতিক মাঠ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।তথ্য সূত্র দেশ টিভির অনলাইন

আরো পড়ুনঃ