নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সেপ্টেম্বরে, টেস্ট নভেম্বরে

স্পোর্টস ডেস্ক নিউজ।

চলতি বছর সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টেস্ট খেলবে টাইগারদের সঙ্গে। এই দুটি সিরিজের সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন এশিয়া কাপের পর দেশে ফিরেই কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে সাকিব-হৃদয়রা। সবকটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় শের ই বাংলা স্টেডিয়ামে।

সূচী অনুযায়ী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচ। তবে টেস্ট সিরিজ হবে নভেম্বর-ডিসেম্বরে। অর্থাৎ বিশ্বকাপের পর। প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর থেকে আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে।

ওয়ানডে’র ভেন্যু চূড়ান্ত হলেও টেস্ট সিরিজের ভেন্যু এখনও জানায়নি বিসিবি। তবে টেস্ট সিরিজের আগে ২৩ ও ২৪ নভেম্বর হবে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ।

মূলত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।তথ্য সূত্র দেশ টিভির অনলাইন

আরো পড়ুনঃ