পুলিশের এসআই হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী।।
ডেস্ক নিউজ।।
বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের ১১ জন সাবেক শিক্ষার্থী।
জানা যায়, গত সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রমের শেষ হয়েছে। চলতি মাস থেকেই তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআই হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।
খোজঁ নিয়ে জানা যায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১জন হলেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ শাওন, ৬ষ্ঠ ব্যাচের ফরহাদ উদ্দিন মৃধা, ম্যানেজমেন্ট বিভাগের ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ, ৭ম ব্যাচের তৌহিদুল ইসলাম শিমুল, অর্থনীতি ৬ষ্ঠ ব্যাচের সায়েদুর রহমান ও তওহিদ ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী নূর মোহাম্মদ, পরিসংখ্যান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মঞ্জুর আহমেদ, ইংরেজি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান, মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী কায়সার মাহমুদ (সোহাগ)।
সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট বিভাগের ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, একজন প্রকৃত দেশপ্রেমিক হয়েই দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এ যাত্রায় ন্যায়ের পথে অবস্থান করতে সবার দোয়া প্রার্থী। এক বছরের প্রশিক্ষণ শেষ করেছি আমরা।