বন্যহাতির আক্রমণে বিজিবি সদস্যের মৃত্যু

ডেস্ক নিউজ।।

বন্যহাতির আক্রমণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে কর্মরত বিজিবির এক সদস্য মারা গেছেন।

কুমিল্লার বাসিন্দা নিহত নায়েব সুবেদার আব্দুল মান্নান বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের ভালুখাইয়া বিওপির কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির বামহাতিরছড়া এলাকায় মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে বন্যহাতির আক্রমণের ঘটনা ঘটে। নিহত নায়েব সুবেদার আব্দুল মান্নান ৩৪ বছর ধরে বিজিবিতে কর্মরত ছিলেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিজিবির নায়েব সুবেদার আব্দুল মান্নান-এর নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট বিজিবির একটি টহলদল নিয়মিত টহলের অংশ হিসেবে বিওপি হতে আনুমানিক ২ কিলোমিটার এবং সীমান্ত হতে ১ কিলোমিটার দূরে বামহাতিরছড়া নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক গরু নিয়ে বিওপিতে ফেরত আসার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন টহলদল। এ সময় কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান টহলদলের অন্যান্য সদস্যকে নিরাপদ আশ্রয়ে পাঠাতে পারলেও নিজে বন্যহাতি দ্বারা পদদলিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পরে বিজিবির রামু সেক্টরের কমান্ডার ও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেন।

নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের অকালমৃত্যুতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সূত্র প্রতিদিনের বাংলাদেশ

আরো পড়ুনঃ