বিবিসির বর্ষসেরা খেলোয়াড় মেসি

 

স্পোর্টস ডেস্ক নিউজ।

৩৫ বছর বয়সী মেসির পায়ে জাদুতে ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতেছে। অনবদ্য পারফরম্যান্সে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে গোল্ডেন বলও পেয়েছেন মেসি। এই সাফল্য পিএসজি সুপারস্টারকে নিয়ে গেল সর্বকালের সেরাদের কাতারে।

রবিরাতে লুসাইলের মহাকাব্যিক ফাইনালে জোড়া গোল করেছেন মেসি। পেনাল্টি শ্যুট আউটেও গোল করেছিলেন তিনি। টাইব্রেকে ৪-২ গোলে আর্জেন্টিনা জিতেছে এমিলিয়ানো মার্টিনেজ বীরত্বে। পেনাল্টি জিতিয়ে তিনি হয়ে গেলেন শেষের নায়ক। আর পুরো আসরের নায়ক মেসি। এই বিশ্বকাপে সাত ম্যাচে সাত গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন মেসি।

 

ক্লাব ফুটবলে সম্ভাব্য সবকিছুই জিতেছেনে আর্জেন্টিনা অধিনায়ক। ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কার হিসেবে সাতবার হয়েছেন বর্ষসেরা ফুটবলার। বার্সেলোনার হয়ে দুবার ট্রেবল জিতেছেন তিনি। পিএসজির জার্সিতে শুরুর মৌসুমটা বাজে কেটেছে তার। এই মৌসুমের শুরু থেকেই ছন্দে ফেরার আভাস দিয়ে এসেছেন মেসি।

বিশ্বকাপের মঞ্চে গিয়ে চূড়ান্ত ফর্মটা দেখালেন তিনি। আর্জেন্টিনা অধ্যায়ে এ বছরই তার সেরা সময় কেটেছে। সেটা কেবল শিরোপা জয়ের কারণে নয়, ব্যক্তিগত নৈপুণ্যের কারণে। ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল মিরিয়ে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের গোল এখন ৭৯৩টি। মেসির বর্ণিল ক্যারিয়ারে বাকি ছিল কেবল সোনালি ট্রফিটা।

 

কাতার বিশ্বকাপে সেটাও পেয়েছেন তিনি। এ জন্য কিলিয়ান এমবাপ্পে নামক গতিদানবের কাছে মেসি তো বটেই, গোটা আর্জেন্টিনাকে দিতে হয়েছে অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় উতরে যাওয়ার পর সংবাদমাধ্যমকে মেসি বলেছেন, ‘ছোটবেলায় এটা সবারই স্বপ্ন। আমি সবকিছু অর্জন করার জন্য যথেষ্ট ভাগ্যবান। আমার যা ছিল না তা এখানে (কাতার) এসে পেয়েছি।’

সবশেষ ১৯৮৬ বিশ্বকাপের ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। মেসির সৌজন্যে দীর্ঘ তিন যুগ পর এসেছে তৃতীয় শিরোপা। আজ ট্রফি নিয়ে দেশে ফিরে গেছেন মেসিরা। সেখানে তাদের বীরোচিত সংবর্ধ্বনা দেওয়া হয়েছে। সেখানে নেচে-গেয়ে উৎসব করছেন তারা। কেবল আর্জেন্টিনা নয়, বিশ্বজুড়ে চলছে আকাশি-নীলের উৎসব। যার রাজধানী বুয়েন্স এয়ার্স।

উৎসবের মধ্যে দারুণ একটা খবর পেলেন মেসি। বিবিসির বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন তিনি। তাকে সেরা নির্বাচন করতে কাতার বিশ্বকাপ যে বড় প্রভাব হিসেবে কাজ করেছে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। এর আগে গত বছর বিবিসির ‘স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার’ খেতাব পেয়েছিলেন আইরল্যান্ডের জকি রাচেল ব্ল্যাকমোর।সূত্র ২৪ নিউজ বাংলা

আরো পড়ুনঃ