রাজনৈতিক ডেস্ক নিউজ।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অভিযোগ করেছেন, তার নামে খোলা একটি ফেসবুক পেজ থেকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন বিএনপির এই নেত্রী।
ওই ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়া পোস্টে বলা হয়, ‘৩১ সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে, প্রধান ডক্টর ইউনুস। আলহামদুলিল্লাহ।’ সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে দেওয়া ওই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
তবে শামা ওবায়েদের দাবি, এটি তার আইডি নয়। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। এটি আমার আইডি নয়। ফেক (ভুয়া) আইডি থেকে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পরিকল্পিতভাবে মিথ্যা গুজব ছড়িয়ে বিরোধী দলের নেতাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছে একটি মহল।
ফেসবুকের যে পেজ থেকে এই পোস্ট ছড়িয়েছে, সেটিতে লাইক প্রায় ৯৩ হাজার। আর পেজটি ফলো করছেন প্রায় ১ লাখ ৫ হাজার মানুষ।তথ্য সূত্র দেশ টিভি অনলাইন