মনোহরগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রীর উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও ঈদ শুভেচ্ছা।।
সাব্বির হোসেন।।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গতকাল মনোহরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ন কয়েকটি ইউনিয়ন এর উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ১০ ঘটিকায় বিপুলাসার, নাথেরপেটুয়া, লক্ষণপুর, হাসনাবাদ ইউনিয়নে পথসভা ও নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
দুপুরে নিজ বাড়িতে প্রশাসনিকভাবে গার্ড অব অনার ও সালাম প্রদান শেষে মরহুম মা ও বাবার কবর জেয়ারত করেন। প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংগঠনিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাছান, কুমিল্ল জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহেলা রানা, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে এম সাইফুল আলম, লাকসাম পৌর মেয়র প্রফেসার আবুল খায়ের, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলি, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আবদুল আজিজ, উপজেলা যুবলীগ এর কার্যনির্বাহী সদস্য ও উন্নয়ন সমন্বয়কারী মোঃ কামাল হোসেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ন আহবায়ক আবদুর রহিম, যুগ্ন আহবায়ক রুহুল আমিন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ কামাল হোসেন, খিলা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আল-আমিন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর বিএসসি, উত্তর ঝলম ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মীর মোশারফ হোসেন বাবুল, ঝলম (দঃ) ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকছুদুর রহমান, মৈশাতুয়া ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা হারুন-অর-রশিদ, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহাজান, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মোঃ কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমূখ।
বিকালে মৈশাতুয়া ইউনিয়নে ডাকাতিয়া নদীর উপর ব্রীজ স্থাপনের স্থান নির্ধারণ ও পরিদর্শন করেন। এসময় ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আলম, সাধারণ সম্পাদক মফিজ মেম্বার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু ইউসুফ, যুগ্ন আহবায়ক ফয়েজ উল্লাহসহ ইউনিয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।