মাদরাসায় ৪২তম তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

 

মোঃআবদুল আউয়াল সরকার।

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার অন্তর্গত ৪ নং সুবিল ইউনিয়নের “ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসা”র উদ্যোগে আয়োজিত ৪২তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২ খ্রিঃ) ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসার ময়দানে ঐতিহাসিক এই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শায়খ মোল্লা নাজিম উদ্দিন।

বিশেষ মুফাসসির আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম।

বিশেষ বক্তা হযরত মাওলানা মোঃ খায়রুল আমিন আখন্দ,অধ্যক্ষ মাওলানা মোঃ সফিকুল ইসলাম, হযরত মাওলানা মোঃ ওসমান গনি,হযরত মাওলানা মাহবুবুল আলম।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসার গভর্নিং বডির সভাপতি কাজী মোঃ শাহ আলম। তিনি বলেন,প্রতি বছরের মতো এবারও সুন্দর একটা মাহফিল সফল করতে পেরেছি। তার জন্য ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসার সকল সদস্য এবং এলাকাবাসী, শিক্ষক-ছাত্র সমাজ সকলের প্রতি কৃতজ্ঞ।

বক্তারা বলেন,
“মাদক,ইভটিজিং,ধর্ষণ,বাল্যবিবাহ,প্রতিরোধে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। প্রবাসী ভাইয়েরাসহ যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ।

মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,হাজী শাহ আলম সরকার, ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার, আলহাজ্ব মোঃ ফজলুল হক হিরন,মোঃএরশাদুল আলম,মোঃওমর ফারুক, হাফেজ আবদুল্লাহ বিন আব্দুল আউয়াল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাওলানা মোঃ তাজুল ইসলাম, মাওলানা মোঃ খাইরুল আমিন,মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন, মাওলানা মুফতি বেলাল।

আরো পড়ুনঃ