শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক দেশে দ্রব্য মূল্যের দাম বেড়েছে – কুমিল্লায় এলজিআরডি মন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তির রজতজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার ওআগামীকাল শনিবার বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) দুই দিনব্যাপী “বিওয়াইসিএফ এক্স ক্যাডেট ক্যাম্প ২০২২ গোমতী নদীর পাড়ে শেখ কামাল ক্রীড়া পল্লীতে অনুষ্ঠান শুরু হয়েছে।

আজ শুক্রবার ক্যাম্প উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মােঃ তাজুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ সফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারুক আহমেদ ( পিপি এম বার),কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান এডমিরাল অবঃ প্রাপ্ত মোঃ আবু তাহের, আদর্শ সদর উপজেলার   চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন এবং সভাপতিত্ব করেন
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান শাহ মুজিবুল হক প্রমূখ।

২ দিন ব্যাপী অনুষ্ঠানে বিএনসিসির সেনা,নৌ ও বিমান বাহিনীর এবং ফায়ার ডিফেন্স সার্ভিস কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে, মোট ৪২টি জেলার ৩০০ অধিক বিওয়াসিএফের এ ক্যাম্পে অংশগ্রহণ করছেন। ফায়ার ফাইটিং এবং ফায়ার সেইফটি ড্রিল,নারী সদস্যদের “সেল্ফ ডিফেন্ড” কর্মশালা, খেলাধুলা (ক্রিকেট ফুটবল/ ভলিবল/ ব্যাডমিন্টন আঞ্চলিক কার্যক্রম প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন বিওয়াইসিএফ সদস্যগন এবং ব্লাড
ডােনেশন ক্যাম্পিং।

প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী.…….…….
মোঃ তাজুল ইসলাম এমপি বলেন,ইয়ুথ ক্যাডেট ফোরামের সদস্যরাই একদিন ভাল মানুষ হয়ে দেশের জন্য কাজ করবে। দ্রব্যমূল্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আপনারা জানেন কোভিডের জন্য বিশ্বের অনেক কল কারখানা বন্ধ ছিল এবং জাহাজ আসতে পারেনি ।

বিশ্বে জালানী তেলের দাম অত্যাধিক পরিমানে বেড়ে যাওয়ায় কাঁচা মাল আমদানীতে অনেক খরচ পড়ছে। কিছুদিন আগে জ্বালানী সচিব আমাকে বললো স্যার আপনি জ্বালানী ও বিদ্যুত স্টান্ডিং কমিটির চেয়ারম্যান থাকার সময় আমরা এলপিজি বা এলএনজি ১৬ ডলার দিয়ে কিনেছি আর এখন ৪০ ডলার দিয়ে কিনতে হচ্ছে।

আমরা চীন থেকে একটি জাহাজে করে মাল আনতে ২ হাজার ডলার খরচ হতো এখন তা ২২ হাজার ডলারে থেকেছে। বহু দেশে খনি থেকে কয়লা উৎপাদিত করা যায়নি যার জন্য বিদ্যুৎ বন্ধ ছিল। আবার দেখা গেছে ঠিক মত জ্বালানি তেল উৎপাদিত না হওয়ার কারণে দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে। শুধু যে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বেড়ছে তা নয় বিশ্বের অনেক দেশে বেড়েছে।

ভারতসহ ইউরোপের অনেক দেশে বিশেষ করে ইংল্যান্ডে টাকা দিয়েও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাওয়া যায় না। এর জেড় ধরে বাংলাদেশেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে।

আরো পড়ুনঃ