শেষঘন্টা মনোনয়ন জমা দিলেন বিদ্রোহ প্রার্থী ইমরান

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ ঘন্টা বিদ্রোহী  প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আ,লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি।

বিকাল ৪ টায় মঙ্গলবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রির্টান কমিশনার শাহেদুন্নবী চৌধুরী কাছে
বাংলাদেশ আ,লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি পক্ষে জসিম উদ্দিন নামে এক শিক্ষক মনোনয়নপত্র জমা দেন।

এদিকে, আজ শেষদিনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী নিরাপত্তার কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইমরানের পক্ষে মনোনয়ন জমা জসিম উদ্দিন বলেন, আমরা নেতা-কর্মীদের চাপে ইমরান খান নির্বাচনে অংশগ্রহন করছেন, আশা করি আমি এ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবো।শেষদিন পর্ষন্ত আমরা মাঠে থাকবো।

তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।

উল্লেখ এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী স্বতন্ত্র মো রাশেদুল ইসলাম,সতন্ত্র প্রার্থী কামরুল আসহান বাবুলসহ ছয়জন মেয়র পদে মনোনয়ন জমা দিয়েন।

আরো পড়ুনঃ