শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ রানের জয় পেল টাইগার বাহিনী
স্পোর্টস ডেস্ক নিউজ।।
২ বলে ১৩ রানের সময় নো বলে চার খেলো মুস্তাফিজ, ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানালো সেই মুহুর্তের কথা
মুস্তাফিজের একটি বল বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল। শেষ ২ বলে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রানের।
কিন্তু হঠাৎ করেই ওভারের পঞ্চম বল করতে গিয়ে হাত ফসকে নো’বল দিয়ে বসেন মুস্তাফিজুর রহমান। শুধু নো বলই নয় ওই বলে ৪ মেরে খেলা জমিয়ে দেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।
বাংলাদেশ ক্রিকেট ভক্তদের তখন মাথায় হাত। এই বুঝি শেষ মুহূর্তে এসে ম্যাচ হেরে গেল বাংলাদেশ। কিন্তু শেষ ২ বল বুদ্ধিমানের মতো বোলিং করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
যার সুবাদে ৪ রানে জয়লাভ করেছে বাংলাদেশ। তবে মুস্তাফিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস ছিল বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
রিয়াদ বলেন, “টি-টোয়েন্টি ম্যাচ এমন প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবেই। ভালো লাগছে যে আমরা জয় নিয়েই ম্যাচ শেষ করতে পেরেছি।
মুস্তাফিজ দারুণভাবে স্নায়ুচাপ ধরে রেখে খেলেছে। কারণ, নো বলের কারণে একটা সময়ে দুই দল অনেক কাছাকাছি চলে গিয়েছিল।
মুস্তাফিজের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সে পারবে এবং সে পেরেছে।”
বোলারদের প্রশংসা করে রিয়াদ বলেন, “মেহেদী প্রতি ম্যাচেই ভালো বোলিং করছে। প্রতিদিনই সে ওভার ভালোভাবে শুরু করছে।
শুরুতেই আমাদের উইকেটও এনে দিচ্ছে মেহেদী, কিপটে বোলিং করছে। সাকিবও কিপটে বোলিং করেছে। নাসুম, সাইফউদ্দিন খুব ভালো বোলিং করেছে।
আমার মনে হয়েছে, আজকের উইকেট বেশ ভালো ছিল।”