ডেস্ক নিউজ।
রাঙ্গামাটির সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক পর্যটক মারা গেছেন। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সাজেকের হাউসপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম মো. সাগর। এ ঘটনায় আরও ৬ পর্যটক আহত হয়েছেন।
এ বিষয়ে নিরাপত্তাবাহিনী জানায়, ‘সাজেকে পাহাড় থেকে নামার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় সাগর নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও পর্যটক আহত হয়েছেন।
আহত পর্যটকরা হলেন- মনিয়ামুন, বর্না আক্তার, নুরুনাহার, মো. লিটু ও দিদার হোসেন। এছাড়া বাকি একজনের নাম জানা যায়নি।
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেয়ার সময় পথেই সাগরের মৃত্যু হয়। এরা সবাই ঢাকা থেকে সাজেক ভ্রমণে এসেছিল।সূত্র সময় টিভি অনলাইন