সাজেকে চাঁদের গাড়ি থেকে পড়ে পর্যটক নিহত

 

ডেস্ক নিউজ।

রাঙ্গামাটির সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক পর্যটক মারা গেছেন। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সাজেকের হাউসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম মো. সাগর। এ ঘটনায় আরও ৬ পর্যটক আহত হয়েছেন।

এ বিষয়ে নিরাপত্তাবাহিনী জানায়, ‘সাজেকে পাহাড় থেকে নামার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় সাগর নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও পর্যটক আহত হয়েছেন।

আহত পর্যটকরা হলেন- মনিয়ামুন, বর্না আক্তার, নুরুনাহার, মো. লিটু ও দিদার হোসেন। এছাড়া বাকি একজনের নাম জানা যায়নি।

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেয়ার সময় পথেই সাগরের মৃত্যু হয়। এরা সবাই ঢাকা থেকে সাজেক ভ্রমণে এসেছিল।সূত্র সময় টিভি অনলাইন

আরো পড়ুনঃ