স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হত্যা মামলার পুনঃতদন্ত করে হত্যার বিচার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। মঙ্গলবার সকালে নগরের ২৬নং ওয়ার্ডের আরকু চৌমুহনীতে সড়কের দুপাশে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে অংশনেন কয়েক হাজার মানুষ। মানববন্ধন পথপ্রতিবাদ সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলূ,২৬নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার,মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার, ১৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি নাজমুল হাসান কামাল,কুমিল্লা জেলার ইউনিয়ন মেম্বার এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগও তার অংঙ্গ –
সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধন পথ প্রতিবাদ সভায় বক্তারা বলেন রাজনৈতিক প্রতিহিংসার বহিপ্রকাশে ছাত্রনেতা দেলোয়ার হত্যা মামলায় স্থানীয় সিটিকাউন্সিলর আবদুস সাত্তারের নাম বাদ দিয়ে ঘটনাটি পূর্ণতদন্ত করে প্রকৃতদোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।এই মামলায় আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান। উল্লেখ্য, ২০১৮সালের ২৬নভেম্বর সোমবার রাতে নিজ বাড়ির কাছাকাছি শামবক্সি ভল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেছনে রাস্তার ওপর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যান। চলতি বছরের ২ফেব্রুয়ারি চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় মোট ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই।