সেরা প্লে-মেকার মেসি

 

স্পোর্টস ডেস্ক নিউজ।

সময়টা দারুণ কাটছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির। কাতারে আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ।

এরপর থেকেই সময়টা স্বপ্নের মত যাচ্ছে। এছাড়া দুদিন আগেই জিতেছেন আইএফএফএইচএস’র ২০২২ সালের সেরা খেলোয়াড়ের খেতাব। আছেন এবারের ব্যালন ডি অর জেতার দৌড়েও। তার মধ্যেই এলো আরেক খবর। আর্জেন্টাইন কিংবদন্তির পালকে যুক্ত হচ্ছে আরেকটি ব্যক্তিগত পুরস্কার।
লিওনেল মেসির হাতে উঠছে ২০২২ সালের সেরা প্লে-মেকারের পুরস্কার।

পুরস্কারটি দিয়ে থাকে জার্মানভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্টাটিস্টিকস। সংক্ষেপে আইএফএফএইচএস।’ সংস্থাটি এবার পুরস্কারের জন্য বেছে নেয় মেসিকে। ভোটাভুটির মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়।

ভোটে মেসি হারিয়ে দেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচকে। মেসির স্কোর ১৭০। দ্বিতীয়তে থাকা মডরিচের স্কোর ১১৫। মেসি এই মৌসুমে ৩০টি অ্যাসিস্ট ও ১০২টি সফল পাস দিয়ে এই পুরস্কার অর্জন করেন। এছাড়া প্রথমবার সুযোগ ছিল মডরিচের সামনে এই পুরস্কার জেতার। তবে তা না হলেও মেসি জিতলেন এ নিয়ে পাঁচবার।

সেরা প্লে-মেকারের দৌড়ে মেসি ও মডরিচ ছাড়াও ছিলেন, কেভিন ডি ব্রুইন, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস এবং আন্তোইন গ্রিজম্যান। তবে তারা শীর্ষ ছয়ে থাকলেও মেসি ও মডরিচের শীর্ষ দুই থেকে ছিলেন অনেক দূরে।

আইএফএফএইচএস’ এর সেরা প্লে-মেকার পুরস্কার সর্বোচ্চ পাঁচবার জিতলেন মেসি। তার কাছাকাছি চারবার নিয়েছেন স্পেনের কিংবদন্তী ফুটবলার ও মেসির সাবেক বার্সা সতীর্থ জাভি। আন্দ্রেয়াস ইনিয়েস্তা ও কেভিন ডি ব্রেইনে দুইবার করে জেতেন ব্যক্তিগত এই খেতাব।সূত্র 24লাইভ নিউজ

আরো পড়ুনঃ