স্পোর্টস ডেস্ক নিউজ।
ওমানে চলতি ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে একের পর এক বড় জয় নিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশের মেয়েরা।
শনিবার (২৬ আগস্ট) রাতে নিজেদের চতুর্থ ম্যাচে আইরিন আক্তার রিয়ার হ্যাটট্রিকের ওপর ভর করে বাংলাদেশ ৯-২ গোলে হারিয়েছে স্বাগতিক ওমানকে। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতলো রাত্রি-রিয়ারা।
প্রথমার্ধে বাংলাদেশের মেয়েরা ৫-১ গোলে এগিয়ে ছিল। রিয়া হ্যাটট্রিকসহ করেন ৫ গোল। সেই সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। বিকেএসপির এই ছাত্রী টানা তিন ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন।
এছাড়া অধিনায়ক ফারদিয়া আক্তার রাত্রি, অর্পিতা পাল, সানজিদা মনি ও কণা গোল করেন।
বাংলাদেশ রোববার সকাল ১০ টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মোকাবিলা করবে। চ্যালেঞ্জার গ্রুপে ৪ ম্যাচ শেষে হংকং টানা ৪ জয়সহ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৯ পয়েন্ট পেয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া দ্বিতীয় স্থানে অবস্থান করছে।তথ্য সূত্র দেশ টিভি অনলাইন