১৯ সেপ্টেম্বর দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলার হুমকি

ডেস্ক নিউজ।

আবারও দেশে সাইবার হামলার হুমকি দিয়েছে একটি হ্যাকার গ্রুপ। এবার ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলা চালানো হবে বলে হ্যাকার গ্রুপটি হুমকি দিয়েছে। ইন্ডিয়ান সাইবার ফোর্স নামে হ্যাকার গ্রুপের কাছ থেকে এই হুমকি এসেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সাইবার হামলার হুমকির বিষয়টি নিশ্চিত করেন বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত একটি সোর্স থেকে ১৯ সেপ্টেম্বরের হামলার হুমকি পেয়েছি।

সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোভুক্ত (সিআইআই) ২৯টি প্রতিষ্ঠানকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আগের মতোই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে কথা হলে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, সাইবার হামলা বলে কয়ে হবে—এমন বিষয় নয়। এর জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। এজন্য কোনো নির্দিষ্ট দিন নয়, বছরের প্রতিদিন ২৪ ঘণ্টা সতর্ক থাকতে হবে। এটাই হচ্ছে মূল কথা।

তিনি আরও বলেন, কেউ হুমকির তারিখ দেবে, কেউ দেবে না। অনেকে আবার স্রেফ হুমকি দিয়ে দুশ্চিন্তায় ফেলতে পারে, আবার সত্যিও হতে পারে। তাই আমাদের সার্বক্ষণিক সতর্ক থাকার কোনো বিকল্প নেই।

এর আগে, ৩১ জুলাই ভারতীয় হ্যাকার দল দাবি করে সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছিল।তথ্য সূত্র দেশ টিভির অনলাইন

আরো পড়ুনঃ