ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: মেহেদীর রঙ না মুছতেই লাশ হলেন সুমা
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি।।
মাত্র এক সপ্তাহ আগে গত ২০ আগস্ট বিজয়নগরের জহিরুলের সঙ্গে বিয়ে হয় শারমিন আক্তার সুমার। হাতের মেহেদির রঙ মুছে যাওয়ার আগেই গতকাল শুক্রবার সন্ধ্যায় লইসকা বিলে নৌকাডুবিতে মুছে গেল সুমার জীবনের রঙ।
বিয়ের পর ফিরতি যাত্রায় শ্বশুরবাড়ি থেকে স্বামীসহ নৌকায় করে বাবার বাড়ি ফিরছিলেন সুমা। কিন্তু, বাপের বাড়ি ফেরা হলো না তার।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি বালুবোঝাই ভলগেটের মুখোমুখি সংঘর্ষে শতাধিক যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর সুমাসহ ২২ জনের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ শনিবার শারমিন আক্তার সুমার (১৯) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে শোকের মাতম। সুমা ছিলেন ওই গ্রামের মৃত জারু মিয়ার একমাত্র মেয়ে। তার একমাত্র ভাই আলমগীর স্থানীয় বাজারে দর্জির কাজ করে সংসার চালান।
সুমাদের বাড়িতে ঢোকার আগেই দূর থেকে কানে ভেসে আসে কান্নার শোরগোল। সুমার ভাই ও মায়ের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।