স্টাফ রিপোর্টার।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সুন্দুরিয়া পাড়া এলাকায় অিভিযান পরিচালনা করে বিদেশী ও দেশী বিপুল পরিমান অস্ত্রসহ মো: মোতাব্বির হোসেন জনি (৩৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে যৌথবাহিনী।
এ সময় তার বাড়ি থেকে ১টি বিদেশি এয়ারগান, ১৪টি দেশিয় তলোয়ার, ১টি লোহার তৈরি চাকতি, ৩টি চাকু, ৫টি স্টিক ও নদগ সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী জনির বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করে।
আটক হওয়া মোহাম্মদ মোতাব্বির হোসেন জনি স্থানীয় ফারজানা ট্রান্সপোর্ট এর মালিক। এছাড়া সে আওয়ামী লীগ নেতা আখলাক হায়দার, তারিক হায়দার ও লালন হায়দারের আপন ভাগিনা।
তাকে আটকের বিষয়টি সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে।
আটক হওয়া জনিকে অস্ত্রসহ বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।