নেতার মত শাসন নয় বরং মানুষের পাশে দাঁড়াতে এসেছি”ব্রাহ্মণপাড়ায় গণসংযোগকালে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী
ফজলুল হক জয় ||
কুমিল্লা-৫(বুড়িচং ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (স্বতন্ত্র পদে) অংশগ্রহণের ঘোষণা দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অধিবাসী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বলেন,রাজনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণে কাজ করা।জনপ্রতিনিধি হলে এক্ষেত্রে কাজ করার সুযোগ বেশি থাকে,তাই আমি জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যেই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো।নেতার মত শাসন নয় বরং মানুষের পাশে দাঁড়াতে এসেছি।ব্যারিস্টার সোহরাব বলেন,এই বুড়িচং- ব্রাহ্মণপাড়ার মানুষ সহজ সরল।তারা ভেজালমুক্ত এবং ক্লিন ইমেজের জনপ্রতিনিধি চায়।মূলত তাদের অনুপ্রেরণাতেই আমি নির্বাচনের মাঠে এসেছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।
শুক্রবার (২৭ জুন) ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে উপস্থিত মুসল্লী ও এলাকার লোকজনের দোয়া কামনা করে জাতীয় সংসদ নির্বাচনের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ কালে এসব কথা বলেন ২০০৭ সালের জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী।
এ সময় তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ ও তার নির্বাচনী ইশতেহারের লিফলেট বিতরণ করেন।গণসংযোগ কালে স্থানীয় জনগণ ও ভোটাররা তার প্রতি ব্যাপক সমর্থন দিতে দেখা যায়।এ সময় উপস্থিত ছিলেন,ব্রাহ্মণপাড়ার মোশারফ হোসেন খান চৌধুরী কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী জানান,তার এ গণসংযোগ পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আরো বেগবান করা হবে।