লকডাউন শিথিলের আগের দিন ঢাকামুখী যাত্রীর চাপ
ডেস্ক নিউজ।।
লকডাউন শিথিলের আগের দিন শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়াঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রী সাধারণ ছুটতে শুরু করেছে ঢাকার উদ্দেশ্যে। লকডাউনে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে পারাপারে যাত্রীর ঢল নামে।
এদিকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। বর্তমানে নৌরুটে ৭টি ফেরি চলাচল করছে।
তাছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসয়েতে গণপরিবহণ বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহম্মেদ জানান, নৌরুটে ছোট-বড় মিলিয়ে বর্তমানে ৭টি ফেরি সচল রয়েছে। ফেরিতে শত শত যাত্রী আসছে।
৪ শতাধিক ছোট-বড় গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়। তার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। গেল সোমবারের চেয়ে আজকে যাত্রীর উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।