চৌদ্দগ্রামে ৪৩ বোতল বিদেশী মদসহ আটক ১
মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার (১৫ আগস্ট) ভোর ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বোতল বিদেশী মদসহ মো: শাকিল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত শাকিল উপজেলার কালিকাপুর ইউনিয়নের কেকে নগরের জাহাঙ্গীর আলমের ছেলে।
চৌদ্দগ্রাম থানার এসআই মো: মনির হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে কালিকাপুর ইউনিয়নের কেকে নগরে অভিযান পরিচালনা করে ৪৩ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।
পরে রোববার দুপুরে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদক নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।