কুমিল্লার চৌদ্দগ্রামে ২ রাউন্ড গুলিসহ যুবক আটক
নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে সোমবার রাতে র্যাব অভিযান চালিয়ে শর্টগানের ২ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে।
র্যাব কর্তৃক দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে আটটায় র্যাব-১১ সিপিসি-২ এর ডিএডি/জেসিও মোহাম্মদ আলী হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার কালিকাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে মো: সোহরাব হোসেন (২১) কে তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে শর্টগানের ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তাকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।