ডেস্ক নিউজ।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সমুদ্রের ঢেউ ‘স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায়’ টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের দুই অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি।
টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান হক চৌধুরী বলেন, সিত্রাংয়ের কারণে সমুদ্রের জোয়ারের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি হয়।
এতে সোমবার (২৪ অক্টোবর) রাতে জোয়ারের সময় ঢেউয়ের আঘাতে সাবরাং ইউনিয়নের বাহারছড়া শ্মশান এলাকায় সড়কটি দুই অংশে ভাঙন সৃষ্টি হয়।
সড়কের ৬-৭ হাত করে অংশ ভেঙে যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সিত্রাংয়ের ক্ষয়-ক্ষতি নির্ধারণের কাজ চলছে বলে জানান তিনি।সূত্র প্রতিদিনের বাংলাদেশ।